চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রবাসীর সংখ্যায় শীর্ষে ভারত, ষষ্ঠ বাংলাদেশ

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ৮:২৩ অপরাহ্ণ

প্রবাসে বসবাসকারী মানুষের তালিকায় ১ কোটি ৭৫ লাখ প্রবাসী মানুষের অবস্থান নিয়ে ভারতের অবস্থান এবারও শীর্ষে। আর প্রায় ৭৮ লাখ মানুষ নিয়ে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বুধবার প্রকাশিত জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিপোর্ট-১৯’-এ এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, সংখ্যা মোট ২৭ কোটি ২০ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বসবাস করেছেন। আফগানিস্তান, রাশিয়া, সিরিয়া, পাকিস্তান, ইউক্রেন ও ফিলিপিন্স নাগরিকদের মধ্যে বিদেশে বাস করার প্রবণতা সবচেয়ে বেশি।

ভারতের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকোর নাম। দেশটির ১ কোটি ১৮ লাখ মানুষ বিদেশে থাকে। এছাড়া চীনের অবস্থান তৃতীয়। চীনের ১ কোটি ৭ লাখ, রাশিয়ার ১ কোটি ৫ লাখ, সিরিয়ার ৮২ লাখ, পাকিস্তানের ৬৩ লাখ, ইউক্রেনের ৫৯ লাখ, ফিলিপিন্সের ৫৪ লাখ, আফগানিস্তানের ৫১ লাখ নাগরিক বিদেশে থাকেন।

সংস্থাটি আরো জানায়, বিদেশে যারা যান, তারা মূলত ভালো কর্মসংস্থান আর পারিশ্রমিকের জন্য যান। আর এই প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ভারতীয় নাগরিকদের মধ্যেই। এর বাইরেও বিদেশে লেখাপড়ার জন্যেও এসব দেশের বিদেশে পাড়ি জমান বহু মানুষ।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী প্রবাসী মানুষের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। চলতি বছরে এটি ২৭ কোটি ২০ লাখে এসে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিকভাবে প্রবাসীদের ৬০ শতাংশই এশিয়ার। ইউরোপেও বাস করছে প্রায় একই সংখ্যক। মাত্র ২০টি দেশে প্রবাসীদের মধ্যে ৬৭ শতাংশই বাস করছে।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট