চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্লট বিক্রির নামে প্রতারণার শিকার সৌদি প্রবাসীরা

সৌদি আরব সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ৯:৫১ অপরাহ্ণ

সৌদি আরবের জেদ্দা প্রবাসী আনিসুর রহমান নিজেকে শতাব্দী হাউজিং কোম্পানি লিমিটেডের ডিরেক্টর পরিচয় দিয়ে প্রবাসীদেরকে কম মূল্যে প্লট কিনে দেয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

দীর্ঘদিন ধরে সৌদি আরবের জেদ্দায় থাকার সুবাদে প্রতিষ্ঠিত প্রবাসীদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে আনিসুর রহমানের। একপর্যায়ে প্লট কেনার মাধ্যমে নিজের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার করার লোভনীয় পরামর্শ দিয়ে তাদের সঙ্গে এই ঘৃণ্য প্রতারণা করেন তিনি।

প্রতিশ্রুতি অনুযায়ী, নির্দিষ্ট সময়ে প্লট দিতে না পারায় ভুক্তভোগীরা টাকা ফেরত চায়। এজন্য তিনি মাসের পর মাস সময় নেন।

সর্বশেষ, নিজের আখের গোছানোর পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে পালানোর সব ব্যবস্থা সম্পন্ন করেছেন বলে জানতে পারেন ভুক্তভোগীরা। এমন অবস্থায় ভুক্তভোগী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন নিজের অফিসে জেদ্দায় বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয়দের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন করেন।

এ সময় ভুক্তভোগীদের পক্ষ থেকে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি প্রবাসীরা যেন তাদের কষ্টার্জিত অর্থ ফিরে পায়, সেজন্য পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু ফারুক, কাজী নিয়ামুল বশির, মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন ভূঁইয়া, হুমায়ন কবির, মোজাম্মেল হক, মো. আশিক, অলি উল্যাহ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/অভি/আফছার

শেয়ার করুন