চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হজে গিয়ে ১১৭ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদিআরব সংবাদদাতা

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:১৮ অপরাহ্ণ

চলতি বছর সৌদিআরবে পবিত্র হজ পালন করতে গিয়ে রবিবার পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১১৭ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এদিকে সর্বশেষ মক্কায় মো. আব্দুল মান্নান (৬৬) নামের এক হাজির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৭ সেপ্টেম্বর) মক্কায় তার মৃত্যু হয়। নিহতের পাসপোর্ট নম্বর- বিওয়াই ০৯৮৫৯৪২ । তিনি নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জের বাসিন্দা ছিলেন। বেসরকারি বিএ ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির মাধ্যমে গত ২ আগস্ট তিনি পবিত্র হজ পালনের জন্য সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮০১ ফ্লাইটে সৌদি আরব যান। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে মৃতের সংখ্যা ১১৭ জনে দাঁড়াল। তাদের মধ্যে ১০০ জন পুরুষ  ও নারী ১৭ জন। এদের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও ২ জন জেদ্দায় মারা যান।

মক্কা বাংলাদেশ হজ কাউন্সিলর মাকসুদুর রহমান পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ফিরতি হজ ফ্লাইটে আজ সকাল পর্যন্ত ২৬৬ টি ফ্লাইটে ৯৩ হাজার ৩২৩ জন বাংলাদেশী দেশে পৌঁছেছেন।

পূর্বকোণ/পলাশ  

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট