৪ সেপ্টেম্বর, ২০১৯ | ৩:০৬ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক লংআইল্যান্ডে নিজ বাড়ির সামনের ফুটপাতে এক মদ্যপের গাড়ি চাপায় প্রাণ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশি আমানউল্লাহ আমান। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ৩৩ বছরের এরিক লিন্ডারম্যান পালিয়ে যাবার চেষ্টা করলেও ঘটনার সময় উপস্থিত একজন স্বেচ্ছাসেবী ফায়ার ফাইটার তাকে ধরে ফেলেন।
জানা গেছে, সোমবার ছুটির দিন থাকায় ৬৪ বছরের আমান তার নিজ বাড়ির সামনে ২৮৯২ ওসান এভিনিউর গেটের পাশে ময়লার ব্যাগ ফেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পরে স্টোনিব্রুক হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আটক এরিককে এ ঘটনার পর পুলিশের আওতায় দেয়া হয়েছে।
প্রায় তিনযুগ নিউইয়র্ক প্রবাসি জনাব আমান বিভিন্ন রিটেল চেইন স্টোরে ম্যানেজারের দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসরে যান।
পূর্বকোণ/ময়মী
The Post Viewed By: 530 People