চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

আবুধাবীতে ফুটবল খেলার সময় গাড়িচাপায় রাউজানের ছাত্রের মৃত্যু

রাউজান সংবাদদাতা

২২ মে, ২০২৩ | ৯:৩২ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমীরাতের আবুধাবীতে মরু এলাকায় ফুটবল খেলার সময় গাড়িচাপায় রাউজানের এক প্রবাসী স্কুল ছাত্র মারা গেছে। সোমবার (২২ মে) বাদে এশা সেদেশের বানিয়াছ নামের এলাকার করবস্থানে দাফন করা হয়েছে।

 

দুর্ঘটনায় নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ইব্রাহিম (১৩)। সে রাউজান উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের তোতা গাজী বাড়ির প্রবাসী মোহাম্মদ ওসমানের ৩য় সন্তান। ইব্রাহিম আবুধাবীর বাংলাদেশ স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র এবং সে কোরআনে হাফেজ।

ওই এলাকার ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন ও নিহতের প্রতিবেশী আবদুল হামিদ বলেন, মা-বাবার সাথে প্রবাসে থাকেন ইব্রাহিম। রবিবার সন্ধ্যার পর বাসার পাশে ফুটবল খেলছিল সে। বাসার সামনে হঠাৎ একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এরপর পুলিশ উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক ইব্রাহিমের মৃত্যু নিশ্চিত করেন। পরিবারের ২ ছেলে, ২ মেয়ের মধ্যে নিহত ইব্রাহিম ছিল ৩য়।

জানা গেছে, সোমবার বাদে এশা জানাজা শেষে সেদেশের বানিয়াছ নামের এলাকায় করবস্থানে দাফন করা হয় তাকে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট