চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাহরাইনে পৌঁছেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বাহরাইন প্রতিনিধি

১২ মার্চ, ২০২৩ | ১:০১ পূর্বাহ্ণ

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে বাহরাইনে এসেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের স্পিকারের সাথে আসেন ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।

 

শনিবার বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে বাহারাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে স্বাগত জানান। আগামী ১১ থেকে ১৫ মার্চ বাহরাইনে অনুষ্ঠিতব্য Iইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে স্পিকারের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল বাহরাইনে আগমন করেন। এ প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের পাঁচ জন সাংসদসহ জাতীয় সংসদের সিনিয়র সচিব রয়েছেন।

 

উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৫ মার্চ তারিখে বাহরাইনে অনুষ্ঠিতব্য ১৪৬তম আইপিইউ সভায় ১৪৩টিরও বেশি দেশের ১৭০০ জনেরও বেশি সদস্য অংশগ্রহণ করবেন যেখানে বিভিন্ন দেশের স্পিকার, সংসদ সদস্য, আন্তর্জাতিক সংগঠন এবং সংসদীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট