চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর আরও ২ বছর থাকবেন

ইউএই সংবাদদাতা

১০ মার্চ, ২০২৩ | ৯:১১ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবু জাফর। আরও দুই বছর দেশটিতে রাষ্ট্রদূত হিসেবে থাকছেন তিনি।

 

বৃহস্পতিবার (৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘সরকারি চাকরি আইন এর ধারা ৪৯ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফরকে তাঁর পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১ মার্চ বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুইবছর মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

 

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে তিনি ইউএই প্রধানমন্ত্রীর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এর আগে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘের দপ্তরসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে তিনি দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেলও ছিলেন। রাষ্ট্রদূতের পাশাপাশি মোহাম্মদ আবু জাফর আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল রিনিউএবল এনার্জি এজেন্সির (IRENA) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্বও পালন করছে। তিনি একজন জ্যেষ্ঠ সচিব পদ মর্যাদার কর্মকর্তা।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন