২৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৪৩ অপরাহ্ণ
নুরুল ইসলাম, সৌদি আরব
সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত দুইজন এক সপ্তাহ আগে বাংলাদেশ থেকে সৌদিতে ওমরাহ ভিসায় গিয়েছিলেন। তাদের মধ্যে একজনের নাম আব্দুল মালেক মেম্বার ও অপরজন তাছলিমা বেগম। তাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুর সাদারচর ইউনিয়নে।
জানা গেছে, গাড়িতে একই পরিবারের আটজন ছিলেন, জিয়ারতের উদ্দেশ্যে তারা জেদ্দা থেকে মদিনা যাচ্ছিলেন। তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায় নি এখনও। তদন্তের পর দুর্ঘটনার কারণ জানা যাবে।
সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে মদিনা সরকারি হাসপাতালে। নিহতদের মরদেহ রাখা হয়েছে একই হাসপাতালে। তাদের মরদেহ কবে দেশে নিয়ে আসা হবে সে বিষয়ে কিছু জানা যায় নি।
পূর্বকোণ/এএইচ