চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হুন্ডি ব্যবসায় জড়িতদের হুঁশিয়ারি দিলেন কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত

কুয়েত প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২২ | ১১:৪১ পূর্বাহ্ণ

হুণ্ডি ব্যবসায় জড়িতদের অনেকে তথ্য আমাদের কাছে আছে এবং হুন্ডি ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশি জাতীয় মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করে এসব কথা বলেন তিনি।

 

রাষ্ট্রদূত আরও বলেন, ব্যাংকে টাকা পাঠানো ব্যাপারে আপনাদের মনে সন্দেহ জাগছে উৎকন্ঠা জাগছে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নাই। করোনা মহামারি পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে পুরো বিশ্বে বাংলাদেশ এর বাইরে নয়। ফেসবুক, ইউটিউব ও টুইটার কিংবা টিকটক সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবে প্রভাবিত না হয়ে দেশের উন্নয়নে ও অর্থনীতির চাকা সচল রাখে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন মাইটিভির প্রতিনিধি আল আমিন রানা, একাত্তর টিভি ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি সাদেক রিপন ও ডিবিসি নিউজ প্রতিনিধি মহসিন পারভেজ। দেশটিতে বিভিন্ন পেশায় প্রায় আড়াই লাখ প্রবাসী কাজ করেন এবং এসময় কুয়েতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমসাময়িক বিষয়ে আলোচনা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট