চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মক্কায় হাজিদের পরিবহন সেবায় সৌদি নারী, এই প্রথম

সৌদিআরব সংবাদদাতা

৫ জুলাই, ২০২২ | ৬:৫২ অপরাহ্ণ

সৌদিআরবের মক্কায় আসন্ন হজে প্রথম বারের মতো হজযাত্রীদের পরিবহন সেবা দেবে সৌদি নারীরা। আগামী ৮ জুলাই শুক্রবার শুরু হচ্ছে পবিত্র হজ।

দেশটির ইংরেজি দৈনিক আরব নিউজ সূত্র থেকে জানা যায়, হজকে সামনে রেখেই এই কার্যক্রম প্রথম বারের মতো সূচনা করলো একরি নির্বাহী সংস্থা। যা অনুমোদিত কোম্পানির মাধ্যমে মক্কায় আগত হজযাত্রীদের পরিবহনের ব্যবস্থা করে। তবে এটা নয় দশক আগে প্রতিষ্ঠিত হয়েছে।

সংস্হায় কাজ করা খাদিজা ফিদা একজন সাংবাদিক এবং সিন্ডিকেটের কন্টেন্ট ক্রিয়েটর। তিনি বলেন, ‘বছরের পর বছর অসংখ্য নারী এখানে হজ কার্যক্রমের সাথে যুক্ত আছেন। আমি বাবাকে এই সেক্টরে কাজ করতে দেখেছি। আমার ভাই এবং স্বামীও করছেন। এখন থেকে আমিও করব।’

খাদিজা ফিদা বলেন, ‘আমার লক্ষ্য হলো প্রত্যেক সুবিধাভোগীর প্রয়োজনের ওপর ভিত্তি করে যোগাযোগ করা এবং তাদের পরিস্থিতি মোকাবেলা করা।’

তিনি আরও বলেন, ‘হজযাত্রীদের সেবা দেয়া একটি সম্মানজনক এবং চমৎকার মিশন। এক সময় এই পরিষেবাগুলো শুধু পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সমৃদ্ধ যুগে এবং এই আশীর্বাদপূর্ণ দিনগুলোতে, আমি মক্কার একজন নারী হিসাবে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করার সুযোগ পেয়েছি।’

মারবাত হাবহাবের সাথেই সিন্ডিকেটের তথ্য কেন্দ্রে কাজ করছেন বিনান বাসনান। তিনি বলেন, ‘আমি জেনারেল কারস সিন্ডিকেটের মতো একটি বড় প্রতিষ্ঠানে কাজ করতে পেরে গর্বিত এবং সম্মানিত বোধ করছি। যেটি হজযাত্রীদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা এবং অভিযোগ পাওয়ার মাধ্যমে হজ যাত্রায় সেবা দেয়।’

তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগছে যে এখন হজের সময় নারীরা পেশাগত অনেক কাজের সুযোগ পাচ্ছেন এবং তাতে অংশ নিচ্ছেন।’

বিনান বাসনান বলেন, আশা করছি, এর জন্য আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন। আর ধন্যবাদ আমাদের সরকারকে, যিনি আমাদের এতো বড় সুযোগ দিয়েছেন।

উল্লেখ্য, মহামারী করোনার কারণে টানা দুই বছর বিদেশিদের নিয়ে হজ বন্ধ থাকার পর এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লী হজ পালন করবেন।

 

পূর্বকোণ/কামাল/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট