চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মক্কায় হজযাত্রী ছাড়া প্রবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা

কামাল পারভেজ অভি হ সৌদিআরব

২৮ জুলাই, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

সৌদিআরবের মক্কায় আসন্ন হজকে সামনে রেখে হজ যাত্রী, স্থানীয় সৌদি নাগরিক ও প্রবাসীদের হজ পালনের অনুমতি ছাড়া প্রবাসীদের মক্কায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির হজ কতৃপক্ষ। গত ২৮ জুন শুক্রবার থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে সুষ্ঠ ও সুন্দরভাবে হজ পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সৌদিআরব সরকার।
হজ উপলক্ষে মক্কার স্থানীয় বাসিন্দা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী মক্কায় প্রবেশ করতে পারবে। প্রতিবছর মক্কা নগরীতে হজের সময় ভিড় এড়াতেই সর্বসাধারণের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেয়। তবে পাশ্ববর্তী প্রদেশ জেদ্দা, তায়েফ ও মক্কার চেক পয়েন্টে তল্লাশি চালায় সৌদি নিরাপত্তাকর্মীরা। যাদের মক্কার ইকামা আছে ও যারা হাজীদের সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত তারাই শুধু মক্কায় প্রবেশ করতে পারবে। জেদ্দাসহ বিভিন্ন প্রদেশ থেকে আসা অনেক যানবাহন যাত্রীদের ইকামা চেক করে তাদেরকে পুনরায় ফিরিয়ে দেয়া হবে মক্কা চেক পোস্ট থেকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট মক্কার আরাফাত ময়দানে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট