চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কুয়েতের ১৯ মসজিদে ফের বাংলা খুৎবা চালু

সাদেক রিপন, কুয়েত থেকে

৫ জুলাই, ২০১৯ | ৮:২৪ অপরাহ্ণ

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় থেকে যে সকল স্থানের বাংলাদেশি বেশি বসবাস করেন সে সব স্থানে মসজিদ গুলোতে দুই ঈদ ও জুমার নামাজে বাংলা খুৎবা পড়ার অনুমোদন দিয়ে থাকেন। কুয়েতের বাংলাদেশি মসল্লিদের বড় জামাত অনুষ্ঠিত হয় হাসাবিয়া বড় মসজিদে। বাঙ্গালী অধ্যুষিত এলাকা হওয়াতে শুক্রবার ছুটির দিনের কারণে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে সাথে সাক্ষৎ করতে হাসাবিয়া ছুটি আসে। জুমার নামাজে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের বিপুল সমাগম হওয়ার কারণে আশপাশের রাস্তা গাড়ি চলাচল বন্ধ হয়ে যেতো। যে কারণে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় এই মসজিদে বাংলা খুৎবা পাঠের অনুমোদন বাতিল করে দেয়।

দীর্ঘ ২২ মাস বন্ধ থাকার পর আজ ৫ জুলাই পুনরায় বাংলা খুৎবা চালু হয়। এ মসজিদসহ বর্তমানে কুয়েতে ১৯ টি মসজিদে বাংলা খুৎবার অনুমোদন দিয়েছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। বিদেশের মাটিতে নিজ মাতৃভাষায় বাংলা খুৎবা পুনারায় চালুর অনুমোদন দেওয়ায় কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশীরা। জুমার নামাজ আদায় করতে পেরে তারা খুবই আনন্দিত। আজকের খুৎবার আলোচনার বিষয় ছিল তাওহীদের গুরুত্ব পরিচয় ও তাৎপর্য (অনুগ্রহ ,সহানুভুতি)। আলোচনা করেন মাওলানা মাওলানা আব্দুর রব সরদার। পুনরায় বাংলা খুতবা চালু হওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন। কুয়েতের আলোচ্য মসজিদগুলোতে বাংলা খুতবা যাতে আর বন্ধ না হয়, সে ব্যাপারে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দগণ।

 

 

পূর্বকোণ/ সাদেক রিপন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট