চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কুয়েতে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

 কুয়েত সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি, ২০২১ | ২:১১ অপরাহ্ণ

অন্যান্য দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত। শনিবার (২০ ফেব্রুয়ারি) কুয়েতের সিভিল এভিয়েশনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আল কাবাস এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি থেকে কুয়েত মুসাফির ও বালসালামা প্ল্যাটফর্মে নিবন্ধন করে প্রবেশের অনুমতি দিলেও বিশ্বে মহামারি করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় দেশটি করোনার সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নিয়েছে। বাহিরের দেশ থেকে আসা কুয়েতি নাগরিকদের নিজ খরচে সাতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং পরের সাতদিন বাসায় কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়াও করোনার উচ্চ ঝুঁকি দেশের নাগরিকদের কুয়েত মুসাফির প্ল্যাটফর্মে আবেদন করে নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট