চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশি গৃহকর্মীকে হত্যার দায়ে সৌদিতে গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২১ | ৫:১৪ অপরাহ্ণ

সৌদিতে বাংলাদেশি গৃহকর্মী মোছা. আবিরন বেগমকে  হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রী আয়েশা আল জিজানিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।  রবিবার (১৪ ফেব্রুয়ারি) রিয়াদের অপরাধ আদালত এ রায় দেন।  দেশটির দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আলামত ধ্বংসের অভিযোগে গৃহকর্তা বাসেম সালেমকে মোট ৩ বছর ২ মাস কারাদণ্ড ও ৫০ হাজার সৌদি রিয়াল (১১ লাখ ২৭ হাজার টাকা) জরিমানা করেছেন আদালত। এছাড়া আবিরন বেগমকে বিভিন্নভাবে অসহযোগিতা করায় সৌদি দম্পত্তির কিশোর পুত্র ওয়ালিদ বাসেম সালেমকে সাত মাসের কিশোর সংশোধনাগারে থাকার আদেশ দেয়া হয়েছে।

আদালতের দেয়া রায়ে উল্লেখ করা হয়, প্রধান আসামি গৃহকর্ত্রী আয়েশা আল জিজানির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটিত করার কারণে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে । তবে তার পুত্রের বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ডে সহযোগিতা করার প্রমাণ পাওয়া যায় নি।

এ রায়ের জন্য সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

প্রসঙ্গত, সৌদির রিয়াদের আজিজিয়ায় ২০১৯ সালের ২৪ মার্চ  গৃহকর্ত্রীর নির্যাতনে নিহত হন বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম। পরে ফরেনসিক রিপোর্টে তা হত্যাকাণ্ড বলে জানা যায়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন