১২ নভেম্বর, ২০২০ | ১০:৫৫ অপরাহ্ণ
রাউজান সংবাদদাতা
ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক রাউজান প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃতের নাম নুরুল আলম (৫০)। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তিনি ওমানে ছিলেন। গত একমাস আগে তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। পরে দেশটির একটি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
নুরুল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন তার বড় ভাই শাহ আলম। মৃত্যুকালে নুরুল আলম দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
পূর্বকোণ/জাহেদ-আরপি
The Post Viewed By: 188 People