১৭ সেপ্টেম্বর, ২০২০ | ৪:০৩ অপরাহ্ণ
সৌদি সংবাদদাতা
সৌদি কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে সে দেশের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিলেও বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার জন্য এখনও ঘোষণা দেয়া হয়নি।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজ্ঞপ্তিতে বলে, সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পরই বিমান ফ্লাইট পরিচালনা করবে।
এছাড়া, সৌদি গমনেচ্ছু সব যাত্রীদের যাত্রার তারিখ, সময় ইত্যাদি যথাসময়ে অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
পূর্বকোণ/পারভেজ
The Post Viewed By: 184 People