চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আবুধাবি বিমানবন্দরে আটকা পড়লেন আরও ৩০ বাংলাদেশি

আবুধাবি বিমানবন্দরে আটকা পড়লেন আরও ৩০ বাংলাদেশি

প্রবাস ডেস্ক

১৯ আগস্ট, ২০২০ | ৬:২১ অপরাহ্ণ

সব কাগজপত্র ঠিক থাকলেও বাংলাদেশি প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারছেন না। দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সোম-মঙ্গলবার নাগাদ শতাধিক বাংলাদেশি ফেরত আসার পর আরও ৩০ বাংলাদেশি আবুধাবির বিমানবন্দরে আটকা পড়েছেন।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১ জন বাংলাদেশি আমিরাত যান। এদের মধ্যে ৩০ জনকে ঢুকতে দেয়া হয়নি। করোনার সময় কাজ বন্ধ থাকার কারণে আটকেপড়াদের অনেকে ধার করে টাকা সংগ্রহ করে দেশটিতে গেছেন।

ভুক্তভোগীরা গালফ নিউজকে জানান, তাদের সবার কাছে বৈধ ভিসা এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে।

সমস্যা বুঝতে না পেরে দেশটিতে অবস্থানরত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সংবাদমাধ্যমটিকে বলেন, বিষয়টি সপ্তাহজুড়ে সামনে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮১ জন এবং এয়ার এরাবিয়ার ৫১ জনকে প্রথমে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয়া হয়নি। জটিলতা ঠিক কোথায় তা পরিষ্কার নয়, কিন্তু কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন এয়ারলাইন অপারেটিং সিস্টেমের কারণে এমন হতে পারে।

তিনি আরও বলেন, মাত্র পাঁচজন প্রবেশ করতে পেরেছেন। ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে ১২৭ জনকে। এখনো ৩০ জন আটকা পড়েছেন। এয়ালাইনকে খাবার সরবরাহের আহ্বান জানানো হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট