চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

প্রবাস জীবন বিরহ গাঁথা একটি অধ্যায়

আবদুস সাকুর হ শারজাহ

২৮ এপ্রিল, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

‘প্রবাস’ ব্যাপক ব্যাবহারিত একটি বাংলা শব্দ। তিন অক্ষরের এই শব্দ জড়িয়ে গেছে ভালবাসা, স্নেহ, মমতা, পাওয়া না পাওয়া আর হাজারো বিরহী গল্পের সাথে। প্রবাসকে বিরহ গাঁথা অধ্যায় হিসাবে বর্ণনা করাতে লক্ষ লক্ষ সুখি প্রবাসীর গল্পটা মোটেও বাদ যাবে না। কিন্তু যিনি কাজ করছেন, তিনি হাসি খুশিতেই করছেন। তার সেই হাসিতে লুকিয়ে আছে মেয়ের মুখে হাসি ফোটানো, ছেলেকে মানুষ করা, ভাইকে পড়ালেখা করানো ইত্যাদি। যখন দেখি প্রচ- গরমে বহুতল ভবনে নির্মাণ শ্রমিক হাড়ভাঙা পরিশ্রম করছে। এভাবে প্রবাসীদের এই গল্পগুলো আমাকে ভাবাই প্রতিনিয়ত। জীবনটা সংগ্রাম, এটা সবচেয়ে বেশি উপলব্ধি হয় প্রবাস জীবনে।
৬ মাসের ভিসা লাগিয়েছেন অনেকে। এই বিপুল সংখ্যক প্রবাসীদের কেউ কেউ ৫/৬, আবার ১০/১২ বছর ধরে একটানা বিদেশে কাটিয়েছেন। আমার নিজের ছোট ভাইও প্রায় ১০ বছর এই কারণে যেতে পারেনি বাড়িতে। আমাদেরও খারাপ লাগে তার জন্য। কিন্তু তাকে কোন দিন মনে হয়নি, সে এটা নিয়ে ভেবেছে খুব গভীরভাবে। এভাবে হাজারো প্রবাসীর ভিসা না থাকায় বাড়িতে যাওয়া হয়নি কিন্তু তারপরেও তাদের চোখে ক্লান্তির কোন চিহ্ন নেই, নেই বিগত ১০/১২টি বছরে পাওয়া না পাওয়ার কোন বেদনার চিহ্ন। তাদের একটাই যেন চাওয়া পাওয়া, তা হল পরিবারকে সুখী রাখা। দিনশেষে প্রবাসী এটা নিয়তি বলেই মেনে নেয়। এভাবে প্রতিটি প্রবাসীই কোন না কোন বিরহী গল্পের চক্রে পড়ে প্রবাস জীবনে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট