চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আবুধাবিতে করোনায় দুই বাংলাদেশির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

৩ জুন, ২০২০ | ৬:১৫ অপরাহ্ণ

করোনার করাল থাবায় নিভে গেল  দুই বাংলাদেশির প্রাণ। দুই বাংলাদেশি হলেন, সৈয়দ মো. জয়নাল (৪৮)  এবং মো. নুরুল আজিম (৪৭)। 

মো. জয়নালের আত্মীয়ের কাছ থেকে জানা যায়, আজ বুধবার (৩ জুন) সকাল ১০টায় আবুধাবির নিউ  মেডিকেলে করোনায় আক্রান্ত হয়ে ২০দিন ভেন্টিলেশনে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

নিহত জয়নাল উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈয়দপুর গ্রামের প্রফেসর নুরুল আলমের বাড়ির প্রকাশ হামজার বাপের বাড়ির সৈয়দ আহমদ হোসেনের জ্যেষ্ঠপুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র ও ১ কন্যা সন্তান রেখে যান। 

 

অন্যদিকে, করোনায়  আক্রান্ত হয়ে মো. নুরুল আজিম (৪৭) নামে রাউজানের আরেক প্রবাসী মারা গেছেন আবুধাবিতে। তিনি পূর্ব গুজরা ইউনিয়নের মীরধারপাড়ার  হাজী ডা. জালাল আহমেদের ২য় পুত্র।

নুরুল আজিমের ভাতিজা নাজিম উদ্দিন জানান, তার চাচা করোনা আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমীরাতের আবুধাবির একটি হাসপাতালে দীর্ঘ একমাসের বেশি সময় আইসিউতে ছিলেন। গতকাল মঙ্গলবার (২ জুন) দুপুরে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। নুরুল আজিম ২ ছেলে ও ২ মেয়ের জনক। তিনি আবুধাবির একটি দোকানে চাকরি করতেন।

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন