চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইতালিতে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ইফতার মাহফিল

শেখ মোহাম্মদ সাহেদ, ইতালি থেকে

২৮ মে, ২০১৯ | ১০:২৬ অপরাহ্ণ

ইতালীর রোমে অবস্থানরত চট্টগ্রামবাসীর ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সমিতি ইতালী’র অন্যতম প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ নাসেরের উদ্যোগে নগরীর ৫ নম্বর পৌর এলাকার বাংলাদেশী অধ্যুষিত তরপিনাত্তারা ওরিয়েন্টাল রেস্তোরাঁয় সোমবার ২৭ মে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রোমে বসবাসকারী সর্বস্তরের চাটগাঁবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকলের সরব পদচারণায় এক টুকরো চট্টগ্রামে পরিণত হয় অনুষ্ঠানস্থল। অধিকাংশ চাকুরিজীবীর সোমবার সাপ্তাহিক ছুটি হওয়ায় উপস্থিতি সহায়ক ছিল অনেকের কাছে।ইতালিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চট্টগ্রামবাসীর যোগাযোগের মেলবন্ধন তৈরিতে এ ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ বলে জানান কমিউনিটির নিবেদিতপ্রাণ বলে পরিচিত আমিরুল ইসলাম বাদল। প্রবাস জীবনে চাকুরির এক গেঁয়েমি দূর করতে এ ধরনের কমিউনিটি-সম্মিলন চিন্তা-মননের খোরাক বলে জানান উপস্থিতিরা। অনুষ্ঠানের শেষে চট্টগ্রামবাসীর বৈশিষ্ট্য,ভাষার ইতিহাস তুলে ধরেন কল্যাণ বডুয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট