চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মক্কা ও মদিনায় ইফতারে লাখো মুসল্লির ঢল

কামাল পারভেজ অভি, সৌদি আরব

২৬ মে, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

প্রতিবছর পবিত্র মাহে রমজান মাস আসলে বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রে মসজিদে মসজিদে ইফতারের বিশেষ আয়োজন করে থাকে।
সৌদিআরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার মসজিদে হারামাইনের চত্বরে বিশ্বের সবচেয়ে বড় ইফতারের আয়োজন করে দেশটির সরকার। কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মাধ্যমে সেখানে লাখো মুসল্লি একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতারের আগে মুসল্লিরা মসজিদুল হারামাইন মক্কা ও মদিনায় আসর নামাজ পড়তে আসেন। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। মসজিদুল হারামাইন কর্তৃপক্ষ বিভিন্ন আইটেমের ইফতারের ব্যবস্থা করে। মসজিদুল হারামাইন চত্বরে রোজাদারদের মসলাদার খাবার, শরবত, কাবাব, রুটি, লাবাং, দই, খেজুর ও জমজমের পানি দিয়ে ইফতার করানো হয়।
মসজিদুল হারামাইন ছাড়াও মক্কা-মদিনার অন্যসব মসজিদেও থাকে ইফতারের বিশেষ ব্যবস্থা। রোজাদারের জন্য অনেক স্থানে তাঁবু তৈরি করেও ইফতারের ব্যবস্থা করা হয়।
সারাবিশ্ব থেকে ওমরা ও জিয়ারতে আসা হাজারো মানুষ ইফতারসামগ্রী নিয়ে মসজিদুল হারামাইনের চত্বরে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করে।
আসরের নামাজের সময় থেকেই পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববির গেট দিয়ে মুসল্লিরা ধীরস্থিরভাবে প্রবেশ করতে থাকেন। ইফতার সামনে নিয়ে সব ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহ এক কাতারে বসে পড়েন।
মসজিদে হারাম ও মসজিদে নববির ইফতারের দৃশ্য এক অপূর্ব আত্মিক আবহ তৈরি করে, যা সব মুসলমানের হৃদয় আলোকিত করে তুলে। যেন সেখানে বিরাজ করে জান্নাতী পরিবেশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট