চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১৬ সেকেন্ডে ধসে গেল ২১ তলা ভবন !

প্রবাস ডেস্ক

২৬ মে, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একুশ তলা ভবন মার্টিন টাওয়ার তৈরিতে ১৬ হাজার টন ইস্পাত ব্যবহার করা হয়েছিল। তবে এটি ভাঙতে লেগেছে মাত্র ১৬ সেকেন্ড।-সূত্র:বিবিসি
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অবস্থিত ২১ তলা ভবন মার্টিন টাওয়ার। ভবনটি তৈরিতে ব্যবহার হয়েছিল ১৬ হাজার টন ইস্পাত। যুক্তরাষ্ট্রের সাবেক দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কোম্পানি বেথলেহেম স্টিলের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত এ ভবন ভাঙতে সময় লেগেছে মাত্র ১৬ সেকেন্ড !
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, মার্টিন টাওয়ারটি ১৯৭২ সালে বেথলেহেম স্টিল কোম্পানির প্রধান কার্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে কোম্পানিটি দেউলিয়া হয়ে যাওয়ার পর ১২ বছর ভবনটি ফাঁকা পড়ে ছিল। এ জন্য গত ১৯ মে বিস্ফোরকের সাহায্যে এটি সুনিয়ন্ত্রিত উপায়ে ভেঙে ফেলা হয়।
টাওয়ারটি ওই এলাকার এক ঐতিহাসিক ভবন ছিল। তাই এটি ভেঙে ফেলার দৃশ্য দেখতে স্থানীয় লোকজন জড়ো হয়েছিলেন। ভবনটি বিস্ফোরকের সাহায্যে সুনিয়ন্ত্রিতভাবে ভেঙে ফেলা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের মতে, বিস্ফোরণের ঠিক ১৬ সেকেন্ডের মধ্যে ভবনটি পুরোপুরি ধসে পড়ে।
এ সময় চারদিক গাঢ় ধূলায় ঢেকে যায়।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিকট শব্দে ভবনটি ভেঙে পড়েছিল। ভবনটি ভাঙায় মোট ২১৯ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়।
এদিকে এনবিসি বলছে, মার্টিন টাওয়ারের বর্তমান মালিক ভবনটিকে ফের চালু করতে নানা উদ্যোগ নিয়েছিলেন। তবে তিনি একসময় বুঝতে পারেন, পুনরায় চালুর করার চেয়ে এটি ভেঙে ফেলা লাভজনক। এরপরই ভবনটি ভাঙার প্রস্তুতি শুরু হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট