চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভিন্ন স্বাদের স্প্যানিশ ফ্রাইড কাস্টার্ড

২৮ মে, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

ঘন কাস্টার্ড কিন্তু তা তেলে ভাজা অন্যরকম একটি স্প্যানিশ ডেজার্ট। শুনে অবাক হবেন নিশ্চয়ই। অন্যরকম কিছু খেতে চাইলে অবশ্যই বানিয়ে দেখতে পারেন।
কাস্টার্ড তৈরির উপকরণ : দুধ ১/২ কেজি (ফুটিয়ে ঠা-া করে নেয়া), কর্নফ্লাওয়ার ১/৪ কাপ, গুঁড়ো দুধ আধা কাপ, চিনি ১/২ কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, ডিমের কুসুম ২টি, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ,
প্রণালি: হালকা গরম দুধ, ডিম, গুঁড়ো দুধ, ময়দা, চিনি, ভ্যানিলা ও কাস্টার্ড পাউডার খুব ভাল ভাবে মিশিয়ে নিন যাতে কোনো দানাদানা না থাকে। যে কোনো সমান ডিশে ১ চা চামচ তেল বা মাখন মাখিয়ে নিন। এবার মিশ্রণটি চুলায় জাল দিয়ে ঘন হলে নামিয়ে সমান ডিশে বিছিয়ে রাখুন। এরপর ঠা-া করে নিয়ে ৩-৪ ঘণ্টা ফ্রিজে রাখুন। এখন ২ ইঞ্চি কিউব করে কাটুন।
ফ্রাইড কাস্টার্ড তৈরির উপকরণ : টোস্টের গুড়ো বা ব্রেডক্রাম্বস ১ কাপ, ফেটানো ডিম ২ টি, গুড়ো চিনি ১/৪ কাপ, তেল ১/৪ কাপ।
প্রণালি : কাস্টার্ড এর টুকরাগুলো নিয়ে ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বসে গড়িয়ে নিন ভাল করে। দেখে নিন কোনো স্থান যেন খালি না থাকে। ফ্রাইপ্যানে ১/৪ কাপ তেল গরম করে কাস্টার্ড পিস দিয়ে মাঝারি আঁচে ভেজে তুলুন। এবার গুড়ো চিনি ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট