চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সুস্বাদু দিল্লি বিরিয়ানি

২৮ মে, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

বিরিয়ানি খেতে সবাই কমবেশি পছন্দ করে। কাথা মুড়ি দেওয়া এই শীতের দিনের আলসেমিতে বাইরে বের হতে মন নাও চাইতে পারে। তাই বলে তো আর বিরিয়ানি খাওয়া বন্ধ থাকতে পারে না।
যা যা লাগবে: ১ কেজি খাসির মাংস (বিরিয়ানির জন্য কাটা), ৫০০ গ্রাম চাল, ২টি পেঁয়াজ (ফালি করে কাটা)
২ টেবিল চামচ রসুন-আদা পেস্ট, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া, ২০০ গ্রাম দই, ১ টেবিল চামচ আদা কুচি, ৪ টি কাঁচা মরিচ, মসলা (লবঙ্গ, দারুচিনি, এলাচ), এক চিমটি জাফরান, এক টেবিল চামচ কেওড়া জল, লবণ পরিমাণ মতো, ঘি তেল ইত্যাদি।
যেভাবে রান্না করবেন: চাল তিন থেকে চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। একটি প্যানে তেল গরম করে মাংস, পেঁয়াজ, আদা-রসুন, লবণ, মরিচের গুঁড়া একসাথে ১০ মিনিট ভাজুন। এতে দুই কাপ পানি যোগ করে মাংস সিদ্ধ করে নিন। এবার এক প্যান পানিতে মসলা ও লবণ যোগ করে চাল সিদ্ধ করুন। দইয়ের সাথে আদা, মরিচ ও জাফরান মেশান। লেয়ারটি মাংসের প্যানে ঢালুন। এবার পুরো মিশ্রণটি চালের সাথে দিয়ে দিন। এর উপরে কেওড়া জল ও ঘি দিয়ে কিছু গরম পানি যোগ করুন। ভালো করে ঢাকনা লাগান এবং ওপরে ভারী কিছু দিয়ে চাপ দিন যেনো বাষ্প উবে যেতে না পারে। ২০-৩০ মিনিট রান্না করুন। ব্যস! এবার গরম গরম পরিবেশন করুন মজাদার দিল্লি বিরিয়ানি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট