চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

উচ্চশিক্ষার প্রথম দরজা আইইএলটিএস

২০ মে, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

বিশ্বায়নের এই সময়ে মানুষের উচ্চশিক্ষা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য যায়। যেমন বাংলাদেশে প্রতিবেশী বেশ কিছু দেশ থেকে ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করতে আসে। তবে তুলনামূলক ভাবে বাংলাদেশে থেকে বিদেশে অনেক বেশী সংখ্যায় ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করতে যায়। আর আন্তর্জাতিক
লেখাপড়ার ভাষা যেহেতু ইংরেজিতে তাই ইংরেজিতে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত পারদর্শী হতে হয়।
এই জন্য রয়েছে (ওঊখঞঝ) কোর্স যা সারাদুনিয়ার যে সকল দেশের মানুষের মাতৃভাষা ইংরেজি না তাদের ইংরেজি ভাষাগত জ্ঞানার্জনে এই কোর্স করতে হয়। মুলতে ইংরেজির ৪টি ধাপ কে নিয়ে এই কোর্স করানো হয়। যথাঃ (জবধফরহম) পড়া, (ডৎরঃরহম) লিখা, (খরংঃবহরহম) শোনা এবং (ঝঢ়বধশরহম) বলা। মুলত মোট ৯ স্কোরের মধ্যে নূন্যতম ৬ বা তার বেশী স্কোর লাগে আজকাল উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিদেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির জন্য। তাছাড়া চাকুরির ক্ষেত্রে অনেকে ওঊখঞঝ কোর্স কারে বিভিন্ন বহুজাতিক কোম্পানি গুলোতে অগ্রাধিকার পেয়ে থাকে। মোটামোটি ৩ মাসের প্রস্তুতি নিয়ে ওঊখঞঝ পরীক্ষা দেয়া যায়। চট্টগ্রামে বেশ কিছু প্রতিষ্ঠান ওঊখঞঝ এর কোর্স করিয়ে থাকে। এই মধ্যে মেন্টর্স চিটাগাং অন্যতম। মেন্টর্স চিটাগাং থেকে ওঊখঞঝ করে অনেক ছাত্র-ছাত্রী কানাডা, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। মেন্টর্স চিটাগাং এর ঠিকানা- বাড়ী -১৬, রোড – ১, ও আর নিজাম আ/এ, জিইসি।
যোগাযোগ- ০১৬৮৮৪৫৪৫৪৫

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট