চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

শর্মী দাশ

১৩ জানুয়ারি, ২০২০ | ১:৪৪ পূর্বাহ্ণ

হিসাববিজ্ঞান
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন

১. একটি ব্যবসায় প্রতিষ্ঠান কতকাল পর্যন্ত থাকবে বলে আশা করা যায়?
উত্তর : অনির্দিষ্টকাল।
২. ব্যবসায়ের লাভ-ক্ষতি ও সার্বিক অবস্থা কখন জানা প্রয়োজন?
উত্তর : নির্দিষ্ট সময় পর।
৩. লেনদেনের সুবিধা ভোগের মেয়াদ বিবেচনায় লেনদেন কত প্রকার?
উত্তর : ২ প্রকার।
৪. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য অর্জন তরান্বিত করতে কোনটি সঠিকভাবে চিহ্নিত করা প্রয়োজন?
উত্তর : মূলধন ও দায়ের পরিমাণ।
৫. লেনদেনের সটিক বিভক্তকরণের ওপর ব্যবসায়ের কী নির্ভর করে?
উত্তর : স্থায়ী সম্পদ ও দায় জানা।
৬. কোন জাতীয় লেনদেনের সুবিধাভোগর মেয়াদ অধিক?
উত্তর : মূলধন।
৭. দীর্ঘমেয়াদি, অনিয়মিত ও বড় অঙ্কের লেনদেনকে কী বলে?
উত্তর : মূলধন জাতীয়।
৮. দীর্ঘমেয়াদি লেনদেন বলতে কোনটি বোঝায়?
উত্তর : এক বছরের বেশি।
৯. নির্দিষ্ট সময় পরপর যেসব লেনদেন সংঘটিত হয় তাকে কী বলে?
উত্তর : মুনাফা জাতীয়।
১০. অনিয়মিত ব্যয় থেকে কী ধরনের সুবিধা পাওয়া যায়?
উত্তর : দীর্ঘমেয়াদি।
১১. স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত খরচকে কী বলে?
উত্তর : মূলধন জাতীয়।
১২. যেসব ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত হয় ও আয়ুষ্কাল বৃদ্ধি পায় তাকে কী বলে?
উত্তর : মূলধন জাতীয় ব্যয়।
১৩. পুরনো মেশিনে নতুন যন্ত্রাংশ সংযোজনের ব্যয় কী ধরনের ব্যয়?
উত্তর : মূলধন জাতীয়।
১৪. মূলধন জাতীয় ব্যয়ের উপযোগিতা কখন পাওয়া যায়?
উত্তর : ভবিষ্যৎ হিসাব বছরে।
১৫. নির্দিষ্ট সময় পর পর আদায় হয় কোনটি?
উত্তর : মুনাফা জাতীয় প্রাপ্তি।
১৬. মুনাফা জাতীয় প্রাপ্তির বর্তমান বছরের অংশকে কী বলা হয়?
উত্তর : বিলম্বিত আয়।
১৭. নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় কোন ধরনের ব্যয়?
উত্তর : মুনাফা জাতীয় ব্যয়
১৮. সম্পদ অর্জনে অবদান রাখে কোন ধরনের ব্যয়?
উত্তর : মূলধন জাতীয়।
১৯. সম্পদ অর্জনে না হলেও সম্পদ রক্ষণাবেক্ষণে অবদান রাখে কোনটি?
উত্তর : মুনাফা জাতীয় ব্যয়
২০. মুনাফা জাতীয় ব্যয় কোনটির অংশ?
উত্তর : মুনাফা জাতীয় প্রদানের
২১. মুনাফা জাতীয় প্রদানের চলতি হিসাবকালের অংশকে কী বলে?
উত্তর : মুনাফা জাতীয় ব্যয়।
২২. চলতি, বিগত ও পরবর্তী হিসাবকালের মোট পরিশোধকৃত অর্থকে কী বলে?
উত্তর : মুনাফা জাতীয় প্রদানের।
২৩. স্থায়ী সম্পদের মেরামতের ফলে আয়ুষ্কাল বৃদ্ধি না পেলে কী ধরনের ব্যয় হবে?
উত্তর : মুনাফা জাতীয়।
২৪. মুনাফা প্রকৃতি বিশিষ্ট হওয়া সত্ত্বেও দীর্ঘমেয়াদি সুবিদা দেয় কোনটি?
উত্তর : বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়।
২৫. মেশিনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য পার্টস ক্রয়ের ব্যয় কী ধরনের?
উত্তর : মূলধন জাতীয়।
২৬. কোন ব্যয়কে একাধিক হিসাবকালে বণ্টন করা হয়?
উত্তর : বিলম্বিত মুনাফা জাতীয়।
২৭. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের চলতি বছরের অংশকে কী বলে?
উত্তর : মুনাফা জাতীয়।
২৮. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরবর্তী হিসাবকালসমূহের অংশকে সাময়িকভাবে কীভাবে দেখা হয়?
উত্তর : মূলধন জাতীয় ব্যয়।
২৯. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়?
উত্তর : ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়।
৩০. মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে কী অর্জিত হয়?
উত্তর : সম্পত্তি অর্জিত হয়।
৩১. নতুন ক্রয়কৃত মেশিনের খরচ কী ব্যয়?
উত্তর : মূলধন জাতীয় ব্যয়।
৩২. কোনটি মূলধনজাতীয় আয়?
উত্তর : ঋণ গ্রহণ।
৩৩. কোনটি মুনাফা জাতীয় আয়?
উত্তর : বিজ্ঞাপন খরচ।
৩৪. একজন মেশিন ব্যবসায়ী কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন ক্রয় করলে কোন জাতীয় ব্যয় হবে?
উত্তর : মুনাফা জাতীয়।
৩৫. যন্ত্রপাতি মেরামত বাবদ ব্যয়, কোন জাতীয় ব্যয়?
উত্তর : মুনাফা জাতীয় ব্যয়।

শেয়ার করুন