চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ছোট্টমণিদের জন্য চাই যথার্থ শিক্ষার আনন্দময় পরিবেশ

ফাহমিদা ইয়াসমিন

৯ ডিসেম্বর, ২০১৯ | ৩:৩১ পূর্বাহ্ণ

স্বর্গীয় দেবদূত পবিত্র শিশু। কাঁদা মাটির মত তার মন। মননশীল, মানবিক বোধ নৈতিক গুণ সম্পন্ন আদর্শ মানুষ রূপে গড়ে তোলার শুরুটা হবে এই সময়টুকু হতে।

প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠার সুশিক্ষাটুকু কচি হৃদয়ে প্রোথিত করে দিতে পারলেই সে হয়ে উঠবে একজন আলোকিত মানুষ। আর এজন্য চাই সুন্দর ও যথার্থ শিক্ষার এক অনিন্দ্য পরিবেশ। আর এহেন শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামে ইংরেজী শিক্ষার ব্যতিক্রমী ঋগ গবঃযড়ফ এর পরিচালক
মো. মামুনুর রশিদ নগরীর অন্যতম ২৪৫, ডিটি রোড (ডবলমুরিং থানার পশ্চিমে) দেওয়ানহাট, চট্টগ্রাম এলাকায় শিশুতোষ ইন্টেরিয়র ডেকোরেশনে সজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, শিশুতোষ নানা বই সমৃদ্ধ পাঠাগার, শিশু উপযোগী কম্পিউটার ল্যাব ও
খেলাধুলার নানা উপকরণ নিয়ে সুসজ্জিত ইনডোর গেমস জোন নিয়ে প্রতিষ্ঠা করেছেন বাংলা ও ইংলিশ ভার্সানে (প্লে থেকে ৫ম শ্রেণি) ছোট্টমণিদের পাঠশালা
ঋগ ওহঃবৎহধঃরড়হধষ ঝপযড়ড়ষ (এফ এম ইন্টারন্যাশনাল স্কুল)।
স্ব স্ব বিষয়ে অভিজ্ঞ ১৫ জন মেধাবী শিক্ষকের নেতৃত্বে প্রিন্সিপ্যালরূপে রয়েছেন একুশ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ইংলিশ ল্যাংগুয়েজ বিষয়ক গ্রন্থ প্রণেতা ও বিশিষ্ট প্রশিক্ষক মো. মামুনুর রশিদ। শিক্ষার মান ও পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, আমাদের শিক্ষকগণ স্ব স্ব বিষয়ে উচ্চশিক্ষিত ও শিশু শিক্ষার উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। তাই শিশুদের মনস্তত্ত্ব অনুধাবন করে যথাযথ শিক্ষা প্রদানে সফল হন তাঁরা। গতানুগতিক শিখন পদ্ধতিকে অনুসরণ না করে ‘শিশুরা শিখবে আনন্দের মাঝে’- এই নীতি গ্রহণ করেছি আমরা। মুখস্ত করার পরিবর্তে খবধৎহরহম ডড়ৎফ রিঃয অপঃরড়হ- এই পদ্ধতিতে শিশুরা শব্দ ও বাক্য শিখছে অভিনয়ের মাধ্যমে যেমন- ও ধস ৎবধফরহম/ৎিরঃরহম বঃপ. মজার মজার সব ছড়া আবৃত্তির মাধ্যমে জীবন্ত করে তোলা হয় তাদের কাছে। অ, ই, ঈ, উ, ১, ২, ৩

শেখানোর পর দেয়া হয় গধঃপযরহম,
উরংড়ৎফবৎষু খবঃঃবৎ কে ঙৎফবৎষু সাজানো, গঈছ ইত্যাদি। এতে আনন্দের সাথে বিষয়গুলো আত্নস্থ করে নেয় ওরা। বিভিন্ন খেলনা ও ছবির সাহায্যে ১২টি রঙ চিনিয়ে দেয়া হয় এবং অংকন করানোর ছয়টি শেইপ। ফলে তাদের মধ্যে শেখার আগ্রহ যেমন বাড়ে তেমনি সৃজনশীল চেতনারও বিকাশ ঘটে। শিক্ষার আন্তর্জাতিক মান বজায় রাখতে আমরা ক্লাস ওয়ান থেকেই ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি ঊফবীপবষ এর কিছু বই সংযুক্ত করেছি। প্লে থেকে

ক্লাস ওয়ার্ক এবং হোম ওয়ার্ক এর উপর ভীষণ গুরুত্ব দিই আমরা। জোর দেয়া হয় এবহবৎধষ কহড়ষিবফমব এর উপর। প্রতিটা অধ্যায় শেষে নেয়া হয় গঈছ এবং ঞৎঁব/ঋধষংব পদ্ধতির পরীক্ষা। ফলে পুরো পাঠ্যটুকু শিক্ষার্থীর কাছে সহজ হয়ে যায়। শিশুরা কতটুকু জানলো তা মূল্যায়ন করতে নেয়া হয় ঈষধংং ঞবংঃ,ডববশষু ঞবংঃ ্ গড়হঃযষু ঞবংঃ। ক্লাস টেষ্টে যারা কাঙ্খিত নম্বর অর্জন করতে পারে না, তাদেরকে ক্লাস শেষে ১ ঘন্টা অতিরিক্ত ক্লাস করানো হয় যেখানে না বুঝা পড়াগুলো শিখিয়ে আদায় করা হয়।
গ্লোবালাইজেশনের এ যুগে তথ্য প্রযুক্তি এবং ইংলিশ ল্যাংগুয়েজে দক্ষতার কোন বিকল্প নেই। তাই ক্লাস ওয়ান থেকেই ঈড়সঢ়ঁঃবৎ ঊফঁপধঃরড়হ ্ঝঢ়ড়শবহ ঊহমষরংয বাধ্যতামূলক করেছি। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের তত্ত্বাবধানে রয়েছে কম্পিউটার ল্যাব যেখানে খুদে শিক্ষার্থীরা কম্পিউটারের নানা বিষয় রপ্ত করছে।

সাথে উপভোগ করছে নানা শিক্ষামূলক ডকুমেন্টারি। মনের মাধুরী মিশিয়ে ওরা আঁকছে দারুণ সব ছবি। নির্ধারিত ঝঢ়ড়শবহ ঊহমষরংয ক্লাসে মজার পর্ব ঈড়হাবৎংধঃরড়হ। এ পর্বে মুখোমুখি বসে শিশুরা পরস্পরের সাথে কথা বলে তাদের দক্ষতা বাড়ায়।
সম্মানিত অভিভাবকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষকদের ন্যায় অভিভাবকদের জন্যও ওয়ার্কশপ করা হয় যেখানে শিশুর পাঠ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়ে থাকেন পিতামাতারা। শুধুই কি লেখা পড়া? জাতির ভবিষ্যৎ কর্ণধারকে মনন ও মেধার যথাযথ বিকাশের লক্ষ্যে ঋগ ওহঃবৎহধঃরড়হধষ ঝপযড়ড়ষ এর সাংস্কৃতিক চর্চার পরিধিও ব্যাপক। নিয়মিত শরীর চর্চা,চারুকারু ও সঙ্গীত প্রশিক্ষণের পাশাপাশি মহান একুশে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ১লা বৈশাখসহ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয় সাড়ম্বরে।

পরিশেষে স্কুল প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মো. মামুনুর রশীদ বলেন, মানসম্মত শিক্ষার ফলে আমাদের শিক্ষার্থীরা প্রতিবছর পিইসিই পরীক্ষায় এ প্লাস সহ শতভাগ পাশের গৌরব অর্জন করছে।

আধুনিকতার নামে নৈতিকতা বিবর্জিত শিক্ষা আমাদের কাম্য নয়। তাই আপনার সন্তানকে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষাদানের পাশাপাশি নৈতিক শিক্ষাদানেও আমরা অঙ্গীকারাবদ্ধ। বিশ্বায়নের এই যুগে আপনার সন্তান দেশের গ-ী পেরিয়ে আন্তর্জাতিক পরিম-লে পরিচিতি পাক এই প্রত্যাশা করি। বিস্তারিত জানতে, সাবিন ম্যানসন, ২৪৫, ডিটি রোড (ডাবলমুরিং থানার পশ্চিম পাশে) দেওয়ানহাট, চট্টগ্রাম ঠিকানায় এবং ৭১৩১৪৯,০১৮৭৩-৬৩৬৬৬৩ ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট