চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শিক্ষা অন্বেষা মেধাবৃত্তি সম্পন্ন

বিজ্ঞপ্তি

১৫ নভেম্বর, ২০১৯ | ৮:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ১২তম শিক্ষা অন্বেষা মেধাবৃত্তি পরীক্ষা-২০১৯। নগরীসহ জেলার ১০ কেন্দ্রে একযোগে সম্প্রতি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের (সাফ্)আয়োজিত এবারের পরীক্ষায় কয়েকটি কেন্দ্রে পরিদর্শনে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ সময় ধারাবাহিকভাবে শিক্ষা অন্বেষা ফাউন্ডেশন এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ড. ইফতেখার উদ্দিন বলেন, ভবিষতেও এমন ধারাবাহিকতা বজায় রাখবে সাফ। চবি’র সাবেক এই উপচার্য ছাড়াও সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, তরুণ ব্যবসায়ী রুম্মান আহম্মেদ, প্রবর্তক বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক ‘শিক্ষকবন্ধু’ অসিত কুমার লালা, স্মাইল বাংলাদেশের উপদেষ্টা ফারদিন বাপ্পী, শরীফুল ইসলাম শরীফ, রাশেদ চৌধুরী, এবিএম আব্দুল কাদের, নজরুল ইসলাম জয় প্রমুখ কেন্দ্র পরিদর্শন করেন।

কেন্দ্র শৃঙ্খলায় সহযোগিতায় ছিলেন সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা বি.আই.জেড।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট