চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিদর্শন কার্যক্রমে সিএসই বিভাগের সিআইইউ’র একঝাঁক শিক্ষার্থী

বিজ্ঞপ্তি

৭ নভেম্বর, ২০১৯ | ৮:১৯ অপরাহ্ণ

চিটাগং অনলাইন লিমিটেডের কার্যক্রম পরিদর্শন করেছেন তারুণ্যমুখর বিদ্যাপীঠ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) কমপিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। সম্প্রতি সিএসই বিভাগের একঝাঁক শিক্ষার্থী ‘কম্পিউটার নেটওয়ার্কস’ ও ‘কম্পিউটার নেটওয়ার্কস ল্যাব’ কোর্সের আওতায় ব্যবহারিক জ্ঞান অর্জনে এই পরিদর্শন কার্যক্রমে যান।

এ সময় তারা চিটাগং অনলাইন লিমিটেডের সার্বিক কার্যক্রম, পরিচালনা পদ্ধতি, অপারেশন্স, নেটওয়ার্ক ডিভাইস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), ডাটা ট্রান্সফার, এসএমএস সার্ভিস, ব্যান্ডউইথ, ওয়েব ডিজাইনিং, সার্ভার লোকেশনসহ বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জেনে নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিআইইউ’র কমপিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আতিকুর রহমান, চিটাগং অনলাইন লিমিটেডের সিটিও অনিরুদ্ধ বড়–য়া, সহকারী ম্যানেজার ফরমান সিদ্দিকী প্রমুখ।

জানতে চাইলে সিআইইউ’র স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক আতিকুর রহমান বলেন, প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা অর্জনে শিক্ষার্থীদের জন্য চাই বাস্তবমুখী জ্ঞান। এ ধরনের পরিদর্শন কার্যক্রম তাদের দক্ষতা বাড়িয়ে ক্যারিয়ারে প্রতিষ্ঠা পেতে অনেক বেশি সহায়তা করবে।

মো. তৌহিদ আফ্রিদী আরাফাত নামের এক শিক্ষার্থী বলেন, আমার কাছে এ ধরনের কার্যক্রম কেবল পড়াশোনার অংশ নয়, শিক্ষামূলক আনন্দ বলেও মনে হয়। এখানে এসে যেসব ধারণা পেয়েছি তা সত্যিই চমৎকার। -বিজ্ঞপ্তি।

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট