চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সরকারি নির্দেশনা অমান্য করায় কোচিং সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক

৮ মে, ২০১৯ | ৩:৪৯ অপরাহ্ণ

নগরীর খুলশী থানাধীন  নাসিরাবাদের একটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান অব্যাহত রাখায় বুধবার (৮ মে) দুপুরে এমইএস কলেজের পাশে এডমিশন প্লাস কোচিং সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন সাংবাদিকদের জানান, এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সারাদেশে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু এডমিশন প্লাস কোচিং সেন্টার কর্তৃপক্ষ এ নির্দেশনা অমান্য করে এইচএসসি পরীক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াচ্ছিলেন।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় অভিযান চালিয়ে কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়েছে। পাশাপাশি এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টারে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা দিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট