চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চবি লক্ষ্মীপুর এসোসিয়েশনের নেতৃত্বে রহমান-তূষার

চবি সংবাদদাতা

৮ মে, ২০২৪ | ৯:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের ৯ম কার্যনির্বাহী কমিটি-২০২৪ নির্বাচিত হয়েছে। এসোসিয়েশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন এস. এ. রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল আমিন হোসাইন তূষার।

 

বুধবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক নওরীন মনির প্রমা।

 

এছাড়াও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক হোসেন শামীম, সদ্য সাবেক সভাপতি মো. সাহেদ ও সিনিয়র সহ-সভাপতি মো. ইস্রাফিল তর্কবাগীশ।

 

নির্বাচিত সভাপতি এস. এ রহমান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক আল আমিন হোসাইন তূষার ২০১৯-২০ সেশনের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী।

 

নব নির্বাচিত সভাপতি এস. এ. রহমান বলেন, নির্বাচনী প্রচারণায় যেসব ইশতেহার সবার সামনে উপস্থাপন করেছি, ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে সেসব ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমার একমাত্র লক্ষ্য।

 

নব নির্বাচিত সাধারণ সম্পাদক আল আমিন হোসাইন তুষার বলেন, আমার চেষ্টা থাকবে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।

 

উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

 

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট