চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সন্তান যদি ভোগে পরীক্ষা ভীতিতে, তাহলে যা করতে পারেন ভালো ফল পেতে  

অনলাইন ডেস্ক

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১১:৫৬ অপরাহ্ণ

সন্তানের পরীক্ষা মানেই উদ্বেগ থেকে প্রস্তুতি সব যেন আপনারও! বর্তমান যুগে পড়াশুনার চাপ, ক্যারিয়ারের ভাবনা ছোট বয়স থেকেই শুরু করে দেন প্রায় অভিভাবক।

আর এ ভাবনা আর ভয় থেকেই কোনো কোনো শিশুর বেলায় দেখা যায় পরীক্ষাভীতি। তবে শুধু ছোটদের বেলায় নয়, একটু উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীরাও কিন্তু অনেকেই পরীক্ষা নিয়ে অতিরিক্ত উদ্বেগে ভোগে। তবে তাঁদের ভয়ের কারণ ও মাত্রা ছোটদের মতো নয়। আর এই ভয়ের জেরে ফলাফল আরো খারাপ হয়। যেটুকু সময় বাকি আছে, ভয়ের চোটে তাকেও ব্যবহার করা হয়ে ওঠে না। সিলেবাস শেষ হয়নি বা তেমন করে মন দেয়া হয়নি সারাবছর, এমন সমস্যাও নতুন নয়।

কোনোভাবে যদি আপনার সন্তানও এমন সমস্যায় পড়ে, তা হলে সেই ভয় কীভাবে দূর করবেন? হাতে যেটুকু সময় আছে, মন দিয়ে ও বুদ্ধি খাটিয়ে সেটুকু সময়কে কাজে লাগাতে পারলে কিন্তু অনেকটাই  সামলানো যায়৷ কী করবেন?

  • ঠান্ডা মাথায় বসে কয়েকটি জিনিস পর পর ভাবুন৷ অনেকেই নানা কারণে পরীক্ষার কয়েক মাস আগে পড়া শুরু করে এবং মোটের উপর ভুলও করে৷ কাজেই অকারণে উদ্বিগ্ন হবেন না। সন্তানের ভয়ের জায়গাটাও দূর করতে হবে। অসুস্থতায় বছর কাটালে তো বকাবকি আরও চলবেই না। বরং পাশে থাকতে হবে, যাতে মনের জোর পায়। যদি অকারণেই সময় নষ্ট করে থাকে, তা নিয়ে শাসন করবেন ঠিকই, খেয়াল রাখবেন যাতে পরের বছর এমনটা করার সুযোগ না পায়। তবে এ বছরের জন্য বাকি সময়টা ব্যবহার করতেও শেখান।
  • ভাল করে রুটিন বানিয়ে দিন৷ কতক্ষণ পড়বে, স্নান–খাওয়া–ঘুমে কত সময় লাগবে, সব হিসেব করে নিন৷ তবে হ্যাঁ, ঘুমের সময়ে কিন্তু খুব একটা কাটছাঁট করবেন না৷ কারণ ঠিকমতো না ঘুমলে পড়ায় মন বসবে না৷ পড়া মনে রাখতেও অসুবিধে হবে৷ ডিপ ব্রিদিংয়ের জন্য সকাল–বিকেল দশ মিনিট করে রাখুন৷ আধঘণ্টা রাখুন আড্ডা, বেড়ানো ইত্যাদির জন্য৷ পড়া মনে রাখতে গেলে এটুকুরও দরকার আছে৷
  • কীভাবে পড়বে তার প্ল্যান করে দিন৷ যে যে বিষয়ে সে দুর্বল সেগুলো বেশি করে পড়তে হবে৷ দরকারে কয়েক বছরের প্রশ্ন গেঁটে একটা সাজেশন করে নিতে হবে। সাজেশনভিত্তিক পড়াশোনার অভ্যাস ভাল নয়, তবু দুরবস্থা দূর করতে কিছুটা কাজে আসবে। গুরুত্বপূর্ণ বিষয়ও বারবার পড়া চাই৷ একটা অধ্যায় শেষ করে ১০–১৫ মিনিট পরে তবে অন্য বিষয়ে হাত দিতে দিন। ওই সময় পড়া বিষয়টা খুব ছোট ছোট পয়েন্টে লিখে বা গল্পের ছলে আলোচনা করুন ওর সঙ্গে ৷ যে অধ্যায় পড়া হল সেটা পরদিন আবার পড়া এবং সেই সংক্রান্ত প্রশ্ন সমাধান করাও জরুরি৷ দিনে দু’তিনটের বেশি বিষয় না পড়াই ভাল৷ টার্গেট ঠিক করে নেবেন৷ চেষ্টা করবেন সেটা মানতে৷
  • টেনশন–স্থিরতার অভাবে প্রথম দিকে মন বসাতে অসুবিধে হবে৷ কাজেই উত্তেজক ব্যাপার থেকে দূরে থাকুন৷ ঝগড়া–বিবাদের মধ্যে রাখবেন না৷ যে কোনো ঘরোয়া অশান্তি পাশ কাটিয়ে যান৷ একাগ্রতা বাড়াতে ডিপ ব্রিদিং, মেডিটেশন, যোগাসনের কোনো জুড়ি নেই৷ অভ্যাস করিয়ে দেখতে পারেন৷
  • টেনশন কমাতে খাওয়া-দাওয়ার দু-চারটে নিয়ম মেনে চলুন৷ যেমন: উঁচু ক্লাসে পড়লেও কফি বেশি খাবেন না৷ কোল্ড ড্রিঙ্কও না খাওয়াই ভাল৷ চা খান৷ তবে বারবার খেতে ইচ্ছে হলে পরিমাণে একটু কম খাবেন৷ হালকা খাবার আর দিনে অন্তত ৭–৮ গ্লাস পানি পান করুন৷ সুরের প্রভাবেও মন শান্ত হয় আমাদের৷ কাজেই পড়ার ফাঁকে ফাঁকে গান শুনতে পারেন৷
  • নিয়ম মানা সত্ত্বেও টেনশন হলে ঘনিষ্ঠ কারো সঙ্গে আলোচনা করুন৷ চেষ্টা সত্ত্বেও পরীক্ষার ফলাফল খারাপ হলেও সবাই পাশে থাকবেন এই আশ্বাস পেলে অনেক সময় মনে জোর ফিরে আসে৷
  • হঠাৎ টেনশন মূলত একটু উঁচু ক্লাসে হয়। উদ্বেগ বাড়লে মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করুন৷ অনেক সময় পড়তে বসে দেখা যায়, কিছুই মাথায় ঢুকছে না৷ মনে হয় নির্ঘাত ফেল করবেন৷ তৎক্ষণাৎ পড়া ছেড়ে উঠে সিনেমা দেখে আসুন বা যা করলে ভাল লাগবে তাই করুন৷ অশান্তি কেটে যাওয়ার পর আবার বই নিয়ে বসবেন৷
  • চেষ্টা করেও টেনশন না কমলে, হাত–পা কাঁপা, বুক ধড়ফড়, ঘেমে যাওয়ার মতো উপসর্গ শুরু হলে এবং তার জেরে পড়াশোনা এবং জীবনযাত্রা যদি ব্যাহত হয় দেরি না করে মনোচিকিৎসকের পরামর্শ নিন৷ প্রয়োজনে ওষুধ খেতে হতে পারে৷
  • টেনশন কাটাতে আর বন্ধুদের পাল্লায় পড়ে উঁচু ক্লাসে অনেকে নেশা করতে শুরু করেন, ভাবেন এতে পড়ার সুবিধে হবে, কিন্তু হয় উল্টো বিপত্তি৷ কাজেই এ সব পথে যেন সন্তান একেবারেই না হাঁটে খেয়াল রাখুন।

মৌখিক পরীক্ষার ভয় কাটাতে কয়েকটি পদ্ধতি মেনে দেখুন, কাজ হতে পারে৷ যেমন:

  • প্রশ্ন এবং উত্তর কথ্য ভাষায় লিখে আয়নার সামনে বলুন৷
  • কাউকে বলুন প্রশ্ন করতে৷ আপনি উত্তর দিন খাতা না দেখে৷
  • পরের ধাপে বাড়ির কয়েক জনকে প্রশ্নোত্তর পর্বে থাকতে বলুন।
  • বিষয়ের বাইরেও কিছু প্রশ্ন করতে বলুন৷ ভেবেচিন্তে উত্তর দেয়া ও অজানা প্রশ্ন মোকাবিলা করা সহজ হবে৷
  • কোনও বিষয়ে দু-তিন মিনিট বলা অভ্যাস করুন৷ প্রথমে লিখে আয়নার সামনে, তার পর না দেখে কয়েক জনের সামনে৷ কোনো কোর্সে ভর্তি হতে পারেন৷

পূ্র্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট