চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১ এপ্রিল

অনলাইন ডেস্ক

৩০ আগস্ট, ২০১৯ | ১২:৫৩ অপরাহ্ণ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ৪ মে হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ৫ থেকে ১৩ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বুধবার (২৮ আগস্ট) ২০২০ সালের এইচএসসি পরীক্ষার এই সূচি প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, আগের মত এবারও পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে নির্ধারিত আসনে বসতে হবে। শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা।

যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। তার আগের বছর জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৯৬৯ জন।

 

 

 

পূর্বকোণ/ময়মী

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট