চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

১৫ মার্চ, ২০২৩ | ১০:৫০ অপরাহ্ণ

আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ভর্তি পরীক্ষার ভিত্তিতে তৈরি হবে জাতীয় মেধা তালিকা। সে তালিকার ক্রমানুসারে হবে ভর্তি।

 

বুধবার (১৫ মার্চ) কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান মেলা’ উদ্বোধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, গুচ্ছ পদ্ধতির ভর্তিতে হয়রানি আর ব্যয় কমেছে। তবে নতুন পদ্ধতি চালু করতে গেলে কিছু সমস্যা হতে পারে। এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে।

 

দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগিং’একেবারে নিষিদ্ধ। সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে র‌্যাগিং বন্ধের চেষ্টা করছি আমরা। অন্যান্য সামাজিক সমস্যার মতো র‌্যাগিংও একটি সামাজিক সমস্যা। শুধু আইন প্রণয়ন করে কিংবা শিক্ষকদের দিয়ে এটা বন্ধ হবে না। র‌্যাগিং বন্ধের মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

 

শিক্ষামন্ত্রী বলেন, আইন থাকা সত্ত্বেও বিশ্বের অনেক জায়গায় এখনো র‌্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারোরই কাম্য নয়। এটি বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট