চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তির নতুন নিয়ম

অনলাইন ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৪৯ অপরাহ্ণ

দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়ম চালু করা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

 

ফলে আগে যেখানে ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর পেলে বেসরকারি মেডিকেলে পড়ার সুযোগ ছিল। এতে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ওই সংস্থাটির নিয়মে পরিবর্তন আনা হয়েছে ।

 

সূত্র জানায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ভর্তিচ্ছুককে কেবল ৪০ নম্বর পেলেই হবে না; তাকে ৩০ হাজারের মধ্যে থাকতে হবে। এমনকি মেধাক্রম ৩০ হাজারের বাইরে হলে ওই শিক্ষার্থীর কোনো বেসরকারি মেডিকেলে ভর্তির সুযোগ থাকবে না।

উল্লেখ্য, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। আবেদনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা ১০ মার্চ।

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট