চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিউজিল্যান্ডে বৃত্তি

অনলাইন ডেস্ক

৫ ডিসেম্বর, ২০২২ | ১০:১৯ অপরাহ্ণ

সামাজিক নিরাপত্তা, শান্তিপূর্ণ এবং আধুনিক জীবন ব্যবস্থার দেশ নিউজিল্যান্ড। চমৎকার প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত এই দেশটি এখন সেখানকার শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ উন্মুক্ত করেছে। তাই এটি এখন অনেকেরই পছন্দের শীর্ষে।

দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। নিউজিল্যান্ড নানা ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। স্নাতক ও স্নাতকোত্তরে তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২২ সালের মধ্যে আবেদন করা যাবে।

 

‘ইউনিভার্সিটি অব ওয়াইকাটো ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের ২০ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লাখ টাকা। মেধার ভিত্তিতে এ স্কলারশিপ দেওয়া হবে।

শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কম্পিউটিং এবং গাণিতিক বিজ্ঞান স্কুল, স্কুল অব হেলথ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুলের বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন।

 

আবেদনের যোগ্যতা:
-স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলের অধিকারী হতে হবে।
-স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলের অধিকারী হতে হবে।
-মেধার ভিত্তিতে এ স্কলারশিপ দেওয়া হবে।
-স্পন্সরের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপের আওতাভুক্ত নন। ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র :
-পাসপোর্টের কপি।
-একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
-এসওপি।
-ভাষা পরীক্ষার সনদ।

বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবসাইটে:

https://www.waikato.ac.nz/scholarships/s/university-of-waikato- international-excellence-scholarship

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন