চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এসএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২ | ১২:০৬ অপরাহ্ণ

এসএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে আজ ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া আবেদন করা যাবে ৫ ডিসেম্বর সোমবার পর্যন্ত। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে টেলিটকের সিম কার্ড ব্যবহার করে মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে জঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেয়া হবে। আবেদন সম্মত থাকলে জঝঈ লিখে স্পেস দিয়ে ণঊঝ লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখতে হবে। এরপর ম্যাসেজটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

 

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে সে সব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট