চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

প্রথমবারের মতো ব্যাংকার্স এম্বিশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৭ নভেম্বর, ২০২২ | ১:৫৫ অপরাহ্ণ

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ব্যাংকার্স এম্বিশন বৃত্তি-২২’। ব্যাংকার্স এম্বিশন ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) নগরীর বাকলিয়ার এহসান সিটি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম বিদ্যাপিঠ ও কল্পলোকের পোর্টসিটি পাবলিক স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে সংগঠনের সভাপতি মো. এমরাজ উদ্দিন চৌধুরী পারভেজ সভাপতিত্বে ও অর্থ-সম্পাদক কৌশিক দাশের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন এহসান সিটি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম বিদ্যাপিঠের প্রধান শিক্ষিকা লুৎফুন্নাহার ও পোর্ট সিটি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, ক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন ও শফিকুল আলম, সহ-অর্থ সম্পাদক জাবেদ কায়সার, সাইফুল ইসলাম, নোমান তালুকদার, মো. শাহ আলম, মো. বেলাল, এমদাদ হোসেন, রবিউল হাসান রাজু, জুবায়ের হোসেন, দীপ্ত কুমার, রবিউল হোসেন, মান্নান জাহিদ, মো. রিয়াদুল আলম, বিষ্ণু কুমার নন্দী প্রমুখ। বৃত্তি পরীক্ষায় ৩২টি স্কুলের ৫৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট