২৮ সেপ্টেম্বর, ২০২২ | ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি। বুধবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে জানানো হয়েছিল, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/এএস/পারভেজ