চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নতুন কারিকুলামকে সাধুবাদ জানাই

প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা

১৪ সেপ্টেম্বর, ২০২১ | ১১:৫২ পূর্বাহ্ণ

দীর্ঘদিন পর হলেও নতুন কারিকুলামের জন্য সরকারকে সাধুবাদ জানাই। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে আলাদা করে দুটি পরীক্ষা শেষে দুই পরীক্ষার ফল নিয়ে এইচএসসির চূড়ান্ত ফল তৈরির সিদ্ধান্ত ভালো। এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। অল্প অল্প পড়া শিক্ষার্থীদের আয়ত্বে আনতে সুবিধা।
বিজ্ঞান, মানবিক, বাণিজ্যে বিভাজন শুধু দশম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ না রেখে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাখা গেলে আরো ভালো হতো। দ্বাদশ শ্রেণি পর্যন্ত সবাই একই নিয়মে পড়বে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যে যার মতো পছন্দের বিষয়ে ভর্তি হবে। এতে বেসিক পড়াশোনাটা সবার মধ্যে থাকবে।
পিইসি এবং জেএসসি পরীক্ষা বাতিল করলে ভালো খারাপ দুটোই হতে পারে। আমাদের প্রথমে দেখতে হবে বাতিল করলে ভালো বেশি, না বাতিল না করলে ভালো বেশি। আদৌ ভালো হবে কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ। তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

শিক্ষাবিদ

 

পূর্বকোণ/এসি 

শেয়ার করুন