চট্টগ্রাম শনিবার, ৩০ মার্চ, ২০২৪

ষষ্ঠ-নবমের শিক্ষার্থীদের এসাইনমেন্ট স্থগিতই থাকছে

অনলাইন ডেস্ক

২৪ এপ্রিল, ২০২১ | ১০:৫৪ পূর্বাহ্ণ

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীদের যে এসাইনমেন্ট দেওয়া ও নেওয়া হতো, সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আপাতত বন্ধ থাকছে।

শুক্রবার (২৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়, দেশে কোভিড-১৯ মহামারীর বিদ্যমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০২১ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হল।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তার মধ্যে অনলাইনে ক্লাসের পাশাপাশি এসাইনমেন্ট দিয়ে মূল্যায়নের পদ্ধতি বের করা হয়।

এ বছরের মার্চে পরিস্থিতির উন্নতি দেখে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত হলেও সংক্রমণের দ্বিতীয় ঢেউ সব ওলট-পালট করে দিয়েছে। ফলে রোজার ঈদের পর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

এদিকে সংক্রমণ কমাতে সরকার নানা বিধি-নিষেধ আরোপের পর গত ১১ এপ্রিল পর্যন্ত এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছিল শিক্ষা অধিদপ্তর। বিধি-নিষেধের মেয়াদ সরকার ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর পর এখন শিক্ষা অধিদপ্তরও এসাইনমেন্ট দেওয়া-নেওয়া আপাতত বন্ধ করল।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন