চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যেকোন সময় খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

৯ ফেব্রুয়ারি, ২০২১ | ২:৪৮ অপরাহ্ণ

সারাদেশে একযোগে করোনা টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় যেকোন সময় স্কুল খুলতে পারে। সেজন্য প্রধানমন্ত্রী শিক্ষক-কর্মকর্তাদের করোনা টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন  বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয় ক্লিনিকে টিকা নেয়ার পর তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টিকা নেওয়ার বিষয়ে এতটাই আন্তরিক যে  শিক্ষকরা যাতে টিকার আওতার বাইরে না থাকে সেজন্য শিক্ষক-কর্মকর্তাদের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী এও বলেছেন যে যেকোন সময় স্কুল খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আজ থেকে আগামী সাতদিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা অনুযায়ী  শিক্ষক-কর্মকর্তাদের টিকা দেয়া হবে ।

উল্লেখ্য, করোনার প্রার্দুভাব দেখা দেয়ায় গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ করে দেয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট