চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দৃষ্টান্তমূলক শাস্তি দিন

১৯ জানুয়ারি, ২০২০ | ৪:৪০ পূর্বাহ্ণ

হত্যা, ধর্ষণ, ছিনতাই, চুরি নানান অপরাধমূলক কর্মকা-ের খবর প্রতিদিনই পত্রিকায় প্রকাশিত হয়। মানুষের মূল্যবোধের অবক্ষয়, সহনশীলতা কমে যাওয়া ও সামাজিক অনুশাসনের অভাবে এ ধরনের নৃশংসতার প্রবণতা বাড়ছে। খুন, অপরাধ থেকে পরিত্রাণ পেতে হলে পরিবারের পাশাপাশি সমাজকে এগিয়ে আসতে হবে। অপরাধ ঘটার সঙ্গে সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করাই শ্রেয়। তাহলে কেউ অপরাধের সঙ্গে জড়ানোর আগে অন্তত একটু ভাববে। আমরা চাই-আইনের শাসন, নিরাপদ জীবন যাপন করতে চাই। আতংক নয়, আনন্দময় জীবনের নিশ্চয়তা চাই আমরা। চাই মুক্তবুদ্ধির এমন এক সমাজ, যেখানে নিরাপওা কখনো প্রশ্নবিদ্ধ হবে না। এমন সমাজ নিশ্চিত করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধান ভূমিকা রাখতে হবে। দেশকে অপরাধ ও অপরাধমুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট