চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিশু-কিশোরদের প্রতিযোগিতা উদ্বোধনীতে ড. ইফতেখার

শিক্ষার্থীদের সৎ ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে

১১ জানুয়ারি, ২০২০ | ৩:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, শিশুদের শুধু পড়ালেখা করলে হবে না, সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলতে হবে।
তিনি গতকাল (শুক্রবার) সকালে নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ত্বরিকা-ই-মাইজভা-ারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভা-ারী (ক.) এর পবিত্র ১১৪ তম উরশ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মাইজভা-ারী একাডেমির উদ্যোগে আগামী ১৭ জানুয়ারি ত্রয়োদশ শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হবে। শিশু কিশোর সমাবেশ উপলক্ষে গতকাল (শুক্রবার) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্টের ভারপ্রাপ্ত সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন, আলোকধারা সম্পাদক ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইন, উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান, মুহাম্মদ মঈনউদ্দিন ইমন, অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, শাহনেওয়াজ চৌধুরী, এম. মাকসুদুর রহমান হাসনু, মুহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ, এইচ আর মেহবুব জিকু, নুরুল করিম নুরু, আবুল মনসুর, মেজবাহ উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি ড. ইফতেখার বলেন, শিশুরা যাই দেখে তাই শিখে। তাই শিশুদের সামনে ভালো কিছুর দৃষ্টান্ত রাখতে হবে বড়দের। মহৎ জ্ঞানী গুণী ওলী মনীষীদের জীবনাদর্শ শিশু-কিশোরদের মাঝে তুলে ধরলে তারা আলোকিত ও সমৃদ্ধ হবে। শুধু পড়াশোনায় কৃতিত্ব অর্জন নয়, শিক্ষার্থীদের সৎ ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলতে হবে। তিনি বলেন, মাইজভা-ারী মহাত্মারা আমাদের জন্য অনুসরণীয় আদর্শ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক এ ওয়াই এম জাফর বলেন, শিশু-কিশোরদের মাঝে রয়েছে অফুরন্ত শক্তি ও সম্ভাবনা। ছোটকাল থেকেই তাদের মেধা ও প্রতিভাকে জাগ্রত করতে হবে। ওলী-মনীষীদের মহৎ জীবনাদর্শের আলোকে তাদের গড়তে পারলে তারাই একদিন আলো ও দ্যুতি ছড়াবে।

বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসাবে ছিলেন, মাইজভা-ারী সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ ওস্তাদ মিহির লালা, সঙ্গীতজ্ঞ আবদুর রহিম, নজরুল সঙ্গীত শিল্পী জয়ন্তী লালা, রবীন্দ্র সঙ্গীত শিল্পী শাশ্বতী তালুকদার, আবৃত্তিকার আয়েশা হক শিমু, নাজমুল হাসান জুন্নুন, অনিন্দিতা দেবনাথ, শাহজাহান খান, আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর, এস এম মুরশিদ উল আলম, আবদুল্লাহ আল হান্নান, মাওলানা সোহরাব হোসেন চৌধুরী, মাওলানা মোস্তাক আহমদ।
আগামী ১৭ জানুয়ারি নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় শিশু-কিশোর সমাবেশে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট