চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অগ্নিকা- সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে পদক্ষেপ চাই

৭ জানুয়ারি, ২০২০ | ২:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে আগুন লাগা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কলকারখানা, আবাসিক এলাকা, মার্কেট, বস্তি এলাকায় আগুন লাগার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। ধন-সম্পদ ক্ষতি ছাড়াও প্রাণহানির সংখ্যা অত্যধিক যা দেশের অর্থনৈতিক ও বসবাসের নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ। সাধারণত যেসব কারণে আগুন লাগে তার মধ্যে আমাদের অবহেলাই মুখ্য। যেমনÑ নি¤œমানের বৈদ্যুতিক স্থাপনা ও যন্ত্রপাতি ব্যবহার, দুর্বল ব্যবস্থাপনা, জলন্ত সিগারেটের টুকরা, দিয়াশলাই, কয়েল, রাসায়নিক বিক্রিয়া, শর্ট সার্কিট, অত্যধিক তাপ, বিস্ফোরণ, ইঞ্জিনে আগুন, নাশকতা, অগ্নিসংযোগ ইত্যাদি। অগ্নিকা-জনিত অসংখ্য ঘটনা নিত্য ঘটলেও তবু বেড়ে চলছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন। সহজ ভাবে অধিক লাভের ব্যবসায় মেতেছে লোভী মালিকরা। স্থাপনায় সরকারি নীতিমালা বাস্তবায়নের তোয়াক্কা করছে না এবং রাখছে না ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার পথ। সচেতনতার অভাব আর সমন্বয়হীনতার ফলে ঠেকানো যাচ্ছে না এসব অগ্নিকা-ের দুর্ঘটনা। এ ক্ষেত্রে শিল্পায়ন ও নগরায়নে সরকারি নীতিমালা বাস্তবায়নে বাধ্য করা, সমন্বিত ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। সর্বোপরি জনসাধারণের সচেতনতার মাধ্যমে অব্যবস্থাপনা দূর করে স্বচ্ছ ও জবাবদিহি মূলক ব্যবস্থাপনা চালু করে দোষীদের বিচারের আওতায় এনে এসব প্রাণহানির ঘটনা কমানো সম্ভব।

আব্দুস সালাম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট