চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভোক্তাস্বার্থ সুরক্ষায় পৃথক মন্ত্রণালয় করা হোক

৫ জানুয়ারি, ২০২০ | ৩:০১ পূর্বাহ্ণ

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মূলমন্ত্র হলো সবার আগে নাগরিক ও জনস্বার্থের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখা। তাই জনস্বার্থে বিভিন্ন বিষয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে। অথচ দেশের সকল মানুষই ভোক্তা হলেও তাদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় পৃথক কোন মন্ত্রণালয় নেই। তথ্যমতে, ভোক্তাদের স্বার্থসংক্রান্ত বিষয়গুলো ১৭ টি মন্ত্রণালয় ও বিভাগ দেখভাল করে থাকে।

ব্যবসায়ীদের স্বার্থরক্ষার দায়িত্বে নিয়োজিত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি ক্ষুদ্র অধিদপ্তরের মাধ্যমে ভোক্তাদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও, তার যথাযথ সুফল ভোক্তারা পাচ্ছেন না। ঐতিহাসিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান ভূমিকা হলো ব্যবসা সম্প্রসারণ ও ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষাকরা, এটাই স্বাভাবিক বিষয়। পৃথক মন্ত্রণালয় থাকলে তাতে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী ও সচিবসহ বিভিন্ন পদে ঊর্ধŸতন কর্মকর্তাগণ এবিষয়ে দায়িত্ব পালন করতেন আর দায়িত্বপ্রাপ্তরা অন্তত একক বা যৌথভাবে ভোক্তাদের কাছে জবাবদিহির আওতায় থাকতেন। তাতে ভোক্তা স্বার্থ ও অধিকার সুরক্ষা পেতো বলে অনেকে মনে করছেন। যেখানে দেশের সকল মানুষই ভোক্তা, সেখানে ভোক্তাদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠন করা এখন সময়ের দাবি।

মো. মোশারফ হোসাইন
নকলা, শেরপুর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট