চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কর্মসংস্থান নিশ্চিত করা হোক

১৮ মে, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ এগিয়ে চলেছে, অবকাঠামোগত উন্নয়ন বেশ দৃশ্যমান। দেশের এগিয়ে চলার ফলে প্রবৃদ্ধির হার চমৎকার। কিন্তু সবকিছু ম্লান করার জন্য কর্মসংস্থানে কচ্ছপ গতিই যথেষ্ট। বেকারত্বের হার উচ্চ এমন ২০টি দেশের মধ্যে বাংলাদেশ ১২তম! ষষ্ঠ পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী গৃহীত লক্ষ্যমাত্রার বাস্তবায়ন সুষম হয়নি। শ্রমশক্তি পরিচালিত জরিপে পাওয়া তথ্য অনুযায়ী, বেকার ৩০ লাখ যা রীতিমত উদ্বেগের বিষয়। ব্রিটিশ সাময়িকীতে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, ১০০ জন গ্রাজুয়েটের ৪৭ জনই বেকার। শিক্ষিত বেকারের সংখ্যাই বেশি। একজন বেকার পরিবার, সমাজ ও রাষ্ট্রের বোঝা। পারিবারিক, বড় আঙ্গিকে সামাজিক অস্থিরতা মূলত বেকারত্বেরই ফল। সম-সাময়িক মূল্যবোধের অবক্ষয় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বেকারত্বের হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ। যুবসমাজকে যথাযথভাবে কাজে লাগানো গেলেই দেশে অপরাধ ক্রমশ হ্রাস পাবে। দেশের বর্তমান প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়ন গতিশীল রাখতে দেশের অন্যতম ও প্রধান সমস্যা বেকারত্বের বিষফোঁড়া উপড়ে ফেলতে কার্যকর পদক্ষেপ অর্থাত্ কর্মসংস্থান নিশ্চিত করা একান্ত কাম্য।

মোহা. রাইহানুল ইসলাম মিলন
রাজশাহী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট