চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

শ্রমিক অধিকার

১৭ মে, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

আমাদের দেশে প্রতিবছর ১লা মে আসলে শ্রমিকনেতাদের এক ধরনের তৎপরতা দেখা যায়। অথচ সারাবছর শ্রমিকরা তাদের মূল্যবান শ্রম দিয়ে কাজ করলেও মালিকপক্ষ থেকে শ্রমিকদের নায্যঅধিকার প্রদান করা হয় না। বরং শ্রমিকদেরই বিভিন্ন সময় মালিকপক্ষের হাতে নির্যাতনের শিকার হতে হয়। তখন শ্রমিকনেতারা অনেকক্ষেত্রে অর্থের বিনিময়ে মালিকপক্ষের সাথে আঁতাত করতেও দেখা যায়। অথচ পবিত্র কুরআনে বলা হয়েছে, শ্রমিকদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের নায্য মজুরি বা অধিকার প্রদান করার জন্য। শ্রমিকদেরকে তাদের নায্য পাওনা প্রদান না করা, নায্য অধিকার থেকে বঞ্চিত করা, তাদের ওপর নির্যাতন করা সুনিদিষ্ট মানবাধিকার লঙ্ঘন। এ বিষয়ে সবার সুমতি প্রত্যাশা করছি।

মো. ইরফান চৌধুরী
নতুন মুনছুরাবাদ, চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট