চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গাছ লাগান, পরিবেশ বাঁচান

১৬ মে, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

বর্তমানে বাংলাদেশে গ্রীষ্মকাল বিরাজ করছে। গ্রীষ্মে সূর্যের প্রখর তাপদাহে প্রকৃতি এক ভয়াল মূর্ত ধারণ করেছে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাখে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটতে থাকে। ফলে প্রকৃতিও বিরূপ আচরণ করে যার পরিণাম বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। অন্যতম উদাহরণবর্তমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকছে প্রায় প্রতিদিনই।জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের অন্যতম প্রধান কারণ বৃক্ষ নিধন।
একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকার কথা থাকলেও আমাদের দেশে আছে মাত্র ১৬ ভাগ। যেটুকু আছে তাও ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে বিভিন্ন কলকারখানা, প্রতিষ্ঠান আর বসতবাড়ি স্থাপনের জন্য। বনভূমি উজাড়ের ফলে বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে আর কমছে অক্সিজেনের পরিমাণ। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ এবং বাড়ছে সমুদ্রের উচ্চতা। ধেয়ে আসছে জলোচ্ছাস, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। নষ্ট হচ্ছেপ্রাকৃতিক ভারসাম্য। বিশেষ করে কৃষিক্ষেত্রে এর প্রভাব মারাত্মকভাবে পড়েছে।অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এখন আমাদের নিত্য সঙ্গী। সম্প্রতি ঘূর্ণিঝড় ফণির ছোবল থেকে আমাদের অনেকাংশে রক্ষা করেছে সুন্দরবন। সহজেই বোঝা যাচ্ছে যে, বনভূমির গুরুত্ব কত অপরিসিম! আমাদের দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। প্রতিবছর সকলে যদি একটি করে চারা রোপণ করেন, তবে প্রকৃতি কি অপরূপ হয়ে উঠবে তা ভাবতেই শিহরণ সৃষ্টি হয়। প্রকৃতির করালগ্রাস থেকে রক্ষা পেতে হলে বৃক্ষরোপণসহ নানা পদক্ষেপ নিয়ে আমাদের এখনই সজাগ হতে হবে।

সাবিনা ইয়াসমিন
শিক্ষার্থী, বাংলা বিভাগ
নবাবগঞ্জ সরকারি কলেজ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট