চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজন ব্যবস্থাপনা কমিটির দক্ষতা ও নিষ্ঠা

১০ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে একটি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যগণ সরকারের পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন ঘটায় এবং শিক্ষার গুণগত পরিবর্তনে ভূমিকা রাখেন। বিদ্যালয় পরিচালনা ও সামগ্রিক উন্নয়নে এই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে। শিশু ভর্তি, শিশু জরিপ, ঝরে পড়ার হার কমিয়ে আনা ইত্যাদি বিভিন্ন কাজে কমিটির সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় থাকতে হবে। একটি সক্রিয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি পারে একটি বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত করতে। একটি কার্যকর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সরকারের যাবতীয় উদ্যোগকে সফল করতে পারেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ বিদ্যালয়ের প্রতি যদি আন্তরিকতা পোষণ করেন তবে বাংলাদেশের প্রতিটি বিদ্যালয় এক একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। পরিশেষে বলা যায়, মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য আন্তরিক ও সক্রিয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কোনো বিকল্প নেই।

মো. মহিম উদ্দিন
পটিয়া, চট্টগ্রাম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট